Home / অন্যান্য / গণিত সংবাদ / গণিত ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

গণিত ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর সবচেয়ে গুরূত্বপূর্ণ পরীক্ষা ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জে.এস.সি.)পরীক্ষা।এ বছরের শুরুতে শিক্ষা মন্ত্রনালয় ও পরীক্ষা বাস্তবায়ন সংক্রান্ত কমিটি অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার নাম পরিরর্তন করে ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ পরীক্ষা হিসেবে নামকরণ করে।গত এপ্রিল মাসে এই পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় এবং মাস ব্যাপি এই কার্যক্রম অব্যাহত থাকে।এই পরীক্ষায় মূল্যায়ন হবে গ্রেডিং পদ্ধতিতে এবং জে.এস.সি. পরীক্ষার সনদ ছাড়া নবম শ্রেণীতে কোন ক্রমেই ভর্তি হওয়া যাবে না।

জে.এস.সি. পরীক্ষায় সাধারণ গণিত বিষয়ের প্রশ্নের ধারা ও মানবন্টন-

বন্ধুরা, সাধারণ গণিতে তোমাদের পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি এই তিনটি বিভাগের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিভাগের নম্বর থাকবে যথাক্রমে-

  • পাটিগণিত = ৩৬ নম্বর
  • বীজগণিত = ৩৬ নম্বর
  • জ্যামিতি = ২৮ নম্বর

পাটিগনিতে টি প্রশ্নের উত্তর দিতে হবে

১.  মূলদ ও অমূলদ সংখ্যা থেকে ২টি প্রশ্ন থাকবে, ১ টির উত্তর দিতে হবে।

২.  শতকরা হিসাব, সুদকষা ও লাভক্ষতি থেকে ৫ টি প্রশ্ন থাকবে, ৩ টির উত্তর দিতে হবে।

৩. পরিমাপ থেকে ২ টি প্রশ্ন থাকবে, ১ টির উত্তর দিতে হবে।

৪. পরিসংখ্যান থেকে ২ টি প্রশ্ন থাকবে, ১ টির উত্তর দিতে হবে।

এখানে প্রতিটি প্রশ্নের মান ৬ নম্বর।

বীজগণিতে টি প্রশ্নের উত্তর দিতে হবে

১. সূত্রাবলী ও প্রয়োগ থেকে ৩ টি প্রশ্ন থাকবে, ২টির উত্তর দিতে হবে।

২. উৎপাদকে বিশ্লেষণ থেকে ৩ টি প্রশ্ন থাকবে, ২টির উত্তর দিতে হবে।

৩. বীজগণিতীয় ভগ্নাংশ ল.সা.গু. ও গ.সা.গু. থেকে ৩টি প্রশ্ন থাকবে, ২টির উত্তর দিতে হবে।

৪. সরল সমীকরণ (এক চলক/দ্বি চলক) ২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে।

৫. সরল সমীকরন গঠন করে পাটিগণিতীয় সমস্যা সমাধান থেকে ২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে।

৬. লেখচিত্র অংকন থেকে ২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে।

এখানে প্রথম ৩টি প্রশ্নের নম্বর ৩ নম্বর, এবং পরবর্তি ৩টি প্রশ্নের নম্বর ৬ নম্বর।

জ্যামিতি থেকে টি প্রশ্নের উত্তর দিতে হবে

১. উপপাদ্যের প্রমান ও যুক্তিমূলক প্রশ্ন ১ম,২য় ও ৩য় অধ্যায় থেকে ১টি করে মোট ৩টি প্রশ্ন থাকবে ২টির উত্তর দিতে হবে।

২. সম্পাদ্য থেকে ২টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে।

৩. অনুশীলনী ১ থেকে ৪ পর্যন্ত, এর মধ্যে থেকে ২টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে।

এখানে প্রতিটি প্রশ্নের মান ৭ নম্বর।

সাধারন গণিত বিষয়ের বিষয় কোড-১০৯ এবং পরীক্ষা আগামী ১৪-১১-২০১০ তারিখে অনুষ্ঠিত হবে।

About রিয়াদ

Leave a Reply

Scroll To Top